অন পেজ এসইও কি?-অনপেজ এসইও এর কাজ কি?

অন পেজ এসইও কি এ বিষয়টি জানার গুরুত্ব একজন ফ্রিল্যান্সার অথবা ডিজিটাল মার্কেটার হিসেবে অনেক বেশি হিসেবে উল্লেখিত করা হয়। কেননা একজন ডিজিটাল মার্কেটের কন্টেন্ট রাইটিং করার সময় অবশ্যই অন পেইজ এসইও বিষয়টি সম্পর্কে ধারণা রাখতে হয়। যদি আপনি নিজেকে একজন সফল ডিজিটাল মার্কেটার হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই এসইও কি এই সম্পর্কে ধারণা রাখতে হবে। পাশাপাশিও এর প্রকারভেদ সম্পর্কেও আপনার পূর্ণ জ্ঞান রাখা প্রয়োজন। 
অন-পেজ-এসইও-কি
এর কারণ হলো একটি ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করানোর জন্য এসইও (SEO) এর ভূমিকা অপরিসীম। চলুন তাহলে আজকে এই আর্টিকেলের মাধ্যমে অন পেজ এসইও কি এ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ভাবে ধারণা নেওয়া যাক। উক্ত বিষয়টি বাদে আরো যে সকল বিষয় সম্পর্কে জানতে চলেছেন সেগুলো হল অনপেজ এসইও এর কাজ কি, Off Page SEO কি, এসইও কত প্রকার এ সকল বিষয় সম্পর্কে। সুতরাং off page seo এবং অন পেজ এসইও কি এ বিষয়গুলো জানার জন্য অবশ্যই আর্টিকেলের শেষ পর্যন্ত থাকুন।
পোস্ট সূচীপত্র

এসইও কি ও কেন

বর্তমান সময়ের সাথে পূর্বের সময় পর্যালোচনা করলে পাওয়া যায় আগে এসইও সমন্ধে মানুষের সেই রকম কোন জ্ঞান অথবা আগ্রহ ছিল না। কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষ যেমন আপডেট হয়েছে। ঠিক তেমনি অনলাইন এর কাজকর্মগুলো আপডেট হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সময়ে আপনি যেকোনো ধরনের অনলাইন বিজনেস করা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে এসইও কি এ সম্বন্ধে ধারণা রাখা প্রয়োজন। সাধারণত এসইও (SEO) এর পূর্ণরূপ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization)। 
সার্চ ইঞ্জিনের কিছু নিয়ম কানুন অনুসরণ করার মাধ্যমে, কিছু বিষয় পরিলক্ষিত করার মাধ্যমে সার্চ ইঞ্জিনটি কাঙ্খিত ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনের কাছে ভ্যালুয়েবল মনে করে এবং সেটিকে রেংক করায় অর্থাৎ তালিকার শীর্ষে নিয়ে আসে। উদাহরণস্বরূপ আপনি যদি কোন কিছু বিষয় জানার জন্য বা কেনার জন্য Google এ সার্চ দিয়ে থাকেন তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসে। এর মধ্যে কিছু ওয়েবসাইট রয়েছে। যেগুলো গুগলকে অর্থ প্রদানের মাধ্যমে Sponsored হিসেবে তালিকার শীর্ষে থাকে। 

এরপরেই যে ওয়েবসাইটগুলো আপনার নজরে আসবে সেগুলোই মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে তালিকার শীর্ষে নিয়ে আসা হয়েছে। গুগল ব্রাউজারে আমরা যখন সার্চ করি তখন যে রেজাল্ট গুলো বা পেজ সামনে আসে সেটিকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ (Search Engine Result Page)। একটু আগে আমরা যেটা উল্লেখ করলাম এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের উপরের দিকে নিয়ে আসার কাজগুলো একমাত্র (SEO) এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে করা হয়ে থাকে।

এসইও কত প্রকার

এসইও কি বা অন পেজ এসইও কি এ বিষয়গুলো আপনারা হয়তোবা কনফিউশন তৈরি করে ফেলছেন। এজন্য আপনাদেরকে একটি পরিষ্কার ধারণা দেওয়ার জন্য আমরা এখন এসইও এর প্রকারভেদ সম্পর্কে জেনে নিব। এসইও সাধারণত ৩ ধরনের হয়ে থাকে। সেগুলো হল অন পেজ এসইও (On Page SEO), অফ পেজ এসইও (Off Page SEO) এবং টেকনিক্যাল এসইও (Technical SEO)। একটি ওয়েবসাইটে ফ্রেন্ডলি আর্টিকেল লিখার পাশাপাশি অবশ্যই সেখানে অনপেজ এসইও এর কাজ কি সেই সম্পর্কে জেনে বুঝে সঠিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। 

আপনি অনেক ভালো আর্টিকেল লিখলেও সেটি গুগল সার্চ তালিকা তে এ রেংক করবে না। যদি না আপনি সেই পোস্ট বা আর্টিকেলগুলো অন পেজ এসইও না করেন। পাশাপাশি অফ পেজ এসইও যে কাজগুলো রয়েছে সেগুলোও করে ফেলতে হবে। অন্যদিকে বিভিন্ন URL ERROR সংক্রান্ত সমস্যা সমাধান করার জন্য টেকনিক্যাল এসইওএর কাজগুলো করা প্রয়োজন। আমরা আজকে এই আর্টিকেলে এসইও কি এবং অনপেজ এসইও এর কাজ কি এ সকল বিষয়গুলো সমন্ধে পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব। 

অন পেজ এসইও কি (On Page SEO)

অন পেজ এসইও (On Page SEO) বলতে সাধারণত ওয়েবসাইটের অভ্যন্তরে কিছু বিষয়গুলো অপটিমাইজ করার প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ আপনি আর্টিকেল লেখার সময় কিছু ফোকাস কিওয়ার্ড বিভিন্ন জায়গায় ইউজ করে থাকেন। যা গুগল এর নিয়োগ কৃত বট গুলো সহজে ধরে ফেলতে পারে এবং কোন ব্যক্তি ওই কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করলে আপনার ওয়েবসাইটের আর্টিকেলটি সবার উপরে আসার সম্ভাবনা তৈরি হয়। আর এই বিষয়টিকেই সাধারণত অন পেজ এসইও এর প্রথম ধাপ হিসেবে গণ্য করা হয়ে থাকে। 

এই বিষয়টি বাদেও অন পেজ এসইওতে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইনক্লুড করার মাধ্যমে একটি পোস্টকে রেংক করানো সম্ভব হয়। আর্টিকেল লেখা এবং অপটিমাইজ করার সঙ্গে সঙ্গে ভিজিটর যেন স্বাচ্ছন্দ সহকারে আর্টিকেল পড়তে পারে এবং বিষয়গুলো বুঝতে পারে সেটাও অন পেজ এসিও এর অন্তর্ভুক্ত একটি বিষয়। সহজভাবে বলতে গেলে অন পেজ এসইও (On Page SEO) এর মৌলিক বিষয় হলো সার্চ ইঞ্জিনের নিয়মগুলো ফলো করার মাধ্যমে সবকিছু সাজানোর বিষয়টি। আপনি যখন কোন একটি ওয়েবসাইটে আর্টিকেল লিখবেন। 

সেই সময় সার্চ ইঞ্জিন এর সাথে যোগাযোগ স্থাপন করার একটি মাধ্যম হল অন পেজ এসইও। আর এজন্যই একজন রাইটারের এসইও কি এই বিষয়টিতে অবশ্যই অন পেজ এসইও কি এটি সর্ব প্রথমে জানতে হয়। আপনি যদি অনপেজ এসইও এর কাজ কি এই বিষয়ে জেনে সঠিকভাবে অন পেজ এসইও করে থাকেন, তাহলে Google খুব সহজেই বুঝতে পারে আপনি কোন কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ওয়েবসাইট এর আর্টিকেলটি র‍্যাঙ্ক করাতে চাচ্ছেন। আর এজন্যেই মূলত কাঙ্খিত ফলাফল পাওয়ার জন্য অন পেজ এসইও বেশি কার্যকরী। 

চলুন তাহলে অন পেজ এসইও এর আরও যে সকল গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো জানার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো গুগল রেঙ্কে নিয়ে আসতে পারবেন।
  • টাইটেল (Title)
  • ইউআরএল (URL Structure)
  • হেডিং ট্যাগ (Heading Tag)
  • কন্টেন্ট দৈর্ঘ্য (Content Length)
  • কীওয়ার্ড রিসার্চ এবং স্টাফিং (Keyword Research)
  • ইন্টারনাল লিংক এর ব্যবহার (Internal Linking)
  • এক্সটার্নাল লিংক এর ব্যবহার (External Linking)
  • ইমেজ অপ্টিমিজেশান (Image Optimization)
  • মেটা টাইটেল (Meta Title)
  • মেটা ডেসক্রিপশন (Meta Description)

Off Page SEO কি

আমাদেরকে একজন সফল SEO এক্সপার্ট হতে হলে এসইও কি এর প্রকারভেদ গুলোর মধ্যে অন পেজ এসইও কি জানার পাশাপাশি অনপেজ এসইও এর কাজ কি এ সম্বন্ধেও জানা প্রয়োজন। তবে সেই বিষয়গুলো আলোচনা করার পূর্বে অফ পেজ এসইও (off page seo) সম্পর্কে ধারণা নেওয়া যাক। আমরা অনেক সময় বলে থাকি যে অনলাইনে কাজ এবং অফলাইনে কাজ। অনলাইনে কাজ করা বলতে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে যে সকল কাজ করা হয় সেগুলোকেই মূলত অনলাইন কাজ বলা হয়। 

আর অফলাইনে অর্থাৎ অনলাইন ব্যতীত সরাসরি প্রাক্টিক্যালি যে সকল কাজ সম্পাদন করা হয়।সেগুলো অফলাইন হিসেবে গণ্য করা হয়। অফ পেজ এসইও (off page seo) এর ক্ষেত্রেও বিষয় গুলো একই রকম হলেও বিষয় ভেদে কিছু বৈশিষ্ট্য ভিন্নতা রয়েছে। যেমন আপনি কম্পিউটারে ইন্টারনেট এর মাধ্যমেই ওয়েবসাইটে আর্টিকেলের অভ্যন্তরে যে বিষয়গুলো ইনপুট করলেন সেগুলো হল অন পেজ এসইও। যখন আপনি ওয়েবসাইটের ভেতরে নয় বরং বাহিরের যে সকল কাজ রয়েছে সেগুলো করবেন সেটি হবে অফ পেজ এসইও। 
আমরা প্রথমে উল্লেখ করেছিলাম একটি ওয়েবসাইটের আর্টিকেল রান করার জন্য এসইও এর যতগুলো প্রকারভেদ রয়েছে সবগুলো জানতে হবে এবং এপ্লাই করতে হবে।এক্ষেত্রে অফ পেজ এসইও করার মাধ্যমে আর্টিকেলকে রেংক করানো সম্ভব হয়। পাশাপাশি ডোমেইন অথরিটি বৃদ্ধি করার জন্য অফ-পেজ এসইও ক্যাম্পেইন এর ভূমিকা অপরিসীম। বিশেষ করে ব্যাক লিঙ্ক করার মাধ্যমে অনেক বেশি ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসা সম্ভব হয় যেটা অফ পেজ এসইও এর অন্তর্ভুক্ত। 

চলুন তাহলে এবার অন পেজ এসইও কি এর পাশাপাশি অফ পেজ এসইও এর আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক।
  • ব্যাক লিংক (Backlink)
  • লিংক বিল্ডিং (Link Building)
  • সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing)
  • ব্রান্ডিং (Branding)
  • রেপুটেশন ম্যানেজমেন্ট (Reputation Management)
  • ওয়েব মেনশন (Web Mention)

টেকনিক্যাল এসইও (Technical SEO)

টেকনিক্যাল এসইও সাধারণত একটি প্রক্রিয়া যেখানে ওয়েবসাইটের টেকনিক্যাল গত সমস্যা বা ত্রুটি নির্ণয় করে সেটি সমাধান করার চেষ্টা করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই URL error জনিত সমস্যা গুলো নিরসন করার জন্য টেকনিক্যাল এসইও করতে হয়। এছাড়া একটি ওয়েবসাইটকে ফাস্ট করার জন্য টেকনিক্যাল এসইও এর যাবতীয় কাজগুলো সঠিকভাবে জানতে হয়। একটি ভিজিটর এর ভিজিবিলিটি সহজ করার জন্য টেকনিক্যাল এসইও এর অন্তর্গত যে বিষয়গুলো রয়েছে সেগুলো সঠিকভাবে করে নেওয়া জরুরি। 
 
আমরা যখন কোন একটি আর্টিকেল লিখে সেটি ওয়েব পেজে পাবলিশ করি তখন সেটি সরাসরি সার্চ ইঞ্জিনে ইনডেক্স হয় না। পাবলিশ করার পর গুগলে সেট করা রোবট বা বট আর্টিকেলগুলোকে পর্যালোচনা করে এবং সেটি ইনডেক্স করার মাধ্যমে মুক্ত করে দেয়। আর এই ইনডেক্স করার জন্য আপনাকে টেকনিক্যাল এসইও সমন্ধে জানতে হবে। সাধারণত সরাসরি পোস্টগুলো ইনডেক্স হয় না এজন্য আপনাকে ইনডেক্সিং রিকুয়েস্ট পাঠাতে হবে পোস্টগুলো ইনডেক্স করানোর জন্য। 

এছাড়া ওয়েবসাইটের ত্রুটি থাকলে যেমন ক্রলিং, লিঙ্ক স্ট্রাকচার, ERROR, পেজ লোডিং স্পিড, মোবাইল ফ্রেন্ডলি, পেজ শিরোনাম এবং মেটা ডেসক্রিপশন কে আরো মানসম্মত করার জন্য টেকনিক্যাল এসইও এর ভূমিকা অপরিসীম।

কেন এসইও শিখব

অনেকের প্রশ্ন আসতে পারে যে এসইও (SEO) করার কারণ কি, অনপেজ এসইও এর কাজ কি বা কেন আমরা এসইও শিখব। আপনি যদি আর্টিকেলের উপরের অংশগুলো মনোযোগ সহকারে পড়ে আসেন তাহলে বুঝতে পারবেন একটি ওয়েবসাইটের এবং একটি আর্টিকেলের জন্য এসইও করা কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাশাপাশি বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর মূল হাতিয়ার হিসেবে এসইওকে (SEO) ধরা হয়। অর্থাৎ আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নয় ফ্রিল্যান্সিং সেক্টরের যে বিষয় নিয়েই কাজ করুন না কেন। 

কোন না কোন এক সময় এসইও এর কাজ শিখতে হবে। এজন্য একজন বিগিনার ফ্রিল্যান্সারের ক্ষেত্রে অন পেজ এসইও কি (on page seo) এবং অফ পেজ এসইও (off page seo) এ সকল বিষয় সম্পর্কে এ টু জেড ধারণা রাখা জরুরি। আপনি যদি নিজেকে একজন ভালো মানের এসইও এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চান তাহলে অবশ্যই এসইও (SEO) এর প্রত্যেকটি বিষয় সম্পর্কে জানতে হবে। যদিও এসইও এর যেকোনো একটি অধ্যায় নিয়ে আপনি কাজ করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু নিজেকে প্রফেশনাল মানের দক্ষ এসইও এক্সপার্ট হিসেবে গড়তে চাইলে। 

অবশ্যই প্রত্যেকটি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। চলুন তাহলে কেন এসইও শিখব এ বিষয়টি পয়েন্ট আকারে জেনে নেওয়া যাক।
  • বর্তমান সময়ে পৃথিবীতে প্রায় ১ বিলিয়ন এর বেশি ওয়েবসাইট রয়েছে। পাশাপাশি প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ এর বেশি ওয়েবসাইট নতুন ভাবে তৈরি হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই সেক্টরে কাজের কেমন চাহিদা আছে।
  • Emergen Research এর তথ্য অনুযায়ী এসইও (SEO) এর মার্কেট ভ্যালু যেভাবে বৃদ্ধি পাচ্ছে ২০২৮ সালে সেটি ৬ লক্ষ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। যা সত্যি অবাক হওয়ার বিষয়।
  • বর্তমান সময়ে ছোট আকারের ব্যবসা হলেও সেখানে অনলাইন ভিত্তিক প্রোডাক্ট সেল এবং প্রচার প্রচারণার বিষয়টি ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে। সুতরাং ইন্টারন্যাশনাল এবং লোকাল দুই জায়গাতেই কাজের সুযোগ থাকে।
  • এসইও শেখার আরো একটি কারণ হলো আপনি যেকোনো একটি বিষয়ে যেমন অন পেজ এসইও কি এবং অনপেজ এসইও এর কাজ কি এই সম্পর্কে যদি দক্ষতা অর্জন করতে পারেন। তাহলেও মার্কেটপ্লেস এবং আউট অফ মার্কেটপ্লেস থেকে কাজের অর্ডার গ্রহণ করতে পারবেন।
  • বর্তমানে অনেক AI Tools রয়েছে যেগুলোর মাধ্যমে অটোমেটিক ব্যাকলিংক করা থেকে শুরু করে বিভিন্ন এসইও রিলেটেড কাজ করা যায়। যার মাধ্যমে আপনি খুব সহজেই কাজের অর্ডার নিয়ে, কাজগুলো সম্পন্ন করতে পারবেন।

অনপেজ এসইও এর কাজ কি

যদি আপনি আর্টিকেলের উপরের অংশগুলো লক্ষ্য করেন তাহলে একটি বিষয় পরিষ্কারভাবে জানা গেল সেটি হল একটি ওয়েবসাইটকে মানসম্মত এবং র‍্যাঙ্ক করানোর জন্য অন পেজ এসইও (On Page SEO) প্রধান ভূমিকা পালন করে। যদিও ব্যাকলিংক বা অফ পেজ এসইও করার মাধ্যমে অনেক সুবিধা এবং বেনিফিট পাওয়া যায়। কিন্তু একটি ওয়েবসাইটকে কাঠামোগত দিক দিয়ে বিচার করলে একমাত্র অন পেজ এসইও পারে একটি আর্টিকেলকে গুগল সার্চ লিস্টে নিয়ে আসতে। 
আমরা উল্লেখ করেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করা থেকে শুরু করে টাইটেল, ট্যাগ, লিংকিং সহ অন্যান্য বিষয়গুলো খুব ভালোভাবে করার মাধ্যমে অর্থাৎ অন পেজ এসইও বিষয়গুলো খুব ভালোভাবে করলে অবশ্যই একটি আর্টিকেল র‍্যাঙ্ক করার প্রবণতা বৃদ্ধি পায়। এগুলো বাদেও আরো কিছু কাজ বা টেকনিক রয়েছে যেগুলো ফলো করলে ওয়েব সাইটটি রেংক করার প্রবণতা আরো বৃদ্ধি পাবে। চলুন তাহলে এবার অন পেজ এসইও কি এ বিষয়টি জানার পাশাপাশি জেনে নিব অনপেজ এসইও এর কাজ কি এই সম্পর্কে।
  • আপনি যে বিষয়ে আর্টিকেল বা ব্লগ লিখছেন সেখানে যদি স্পষ্ট শিরোনাম এবং টার্গেটকৃত কিওয়ার্ড সুন্দরভাবে ইনপুট করেন। তাহলে Google Bot গুলো খুব সহজেই ক্যাচ করতে পারে এবং পোস্ট র‍্যাঙ্ক হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।
  • অন পেজ এসইওতে (On Page SEO) যখন আমরা মেটা ডিসক্রিপশন লিখি অর্থাৎ উক্ত কনটেন্ট সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ যা টার্গেট কিওয়ার্ড এবং কন্টেন্টকে ফুটিয়ে তোলার মাধ্যমে বিষয়টিকে আরো সামঞ্জস্যপূর্ণ করে তোলে।
  • হেডার ট্যাগগুলো যে সম্পর্কিত কনটেন্ট সে অনুযায়ী কিওয়ার্ড দিয়ে অপটিমাইজেশন করতে হয়।
  • কনটেন্ট রিলেটেড কিওয়ার্ডগুলো আর্টিকেলের বিভিন্ন অংশে ইনক্লুড করুন যেন সেগুলো পাঠককে পড়ার আগ্রহ তৈরি করে।
  • আর্টিকেল লেখার সময় অবশ্যই কনটেন্ট লেন্থ এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। অন পেজ এসইও তে এজন্য কনটেন্ট কোয়ালিটি এবং কন্টেন্ট লেন্থ এর বিষয়টি সবসময় আরোপ করা হয়ে থাকে। অর্থাৎ আপনার কনটেন্ট যত বড় হবে আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো রেংক করার প্রবণতা বেশি হবে।
  • আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করে থাকেন। সে ক্ষেত্রে একটি আর্টিকেলে অন্য একটি আর্টিকেলের লিংক করে দিতে পারেন যাকে বলা হয় ইন্টার্নাল লিঙ্কিং। এর মাধ্যমেও ওয়েবসাইটে অনেক ট্রাফিক নিয়ে আসা সম্ভব হয়।
  • ইন্টারনাল লিংকিং করার পাশাপাশি এক্সটার্নাল লিংকিং ও করতে হবে। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের আর্টিকেলটিতে অন্য কোন ওয়েবসাইটের লিংক করে দিলেই বিষয়টি পরিপূর্ণতা লাভ করবে।
  • ছবি এবং মাল্টিমিডিয়া ফাইল আপনার কনটেন্টে যোগ করতে পারেন যা সার্চ ইঞ্জিন খুব ভালোভাবে গ্রহণ করে এবং অন পেজ এসইও তে এ বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ।
  • মোবাইল ডিভাইস গুলোতে যেন আপনার ওয়েবসাইট খুব ভালোভাবে প্রদর্শন হয় এবং ভিজিটরদের কাছে আকর্ষণ বোধ হয় সেটি নিশ্চিত করার জন্য অন পেজ এসইও কি এবং টেকনিক্যাল এসইও সম্পর্কেও জানতে হবে।

শেষের কথা

বন্ধুগণ আমরা আজকের এই আর্টিকেলের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরিশেষে আমরা আশা ব্যক্ত করছি যে আপনারা অন পেজ এসইও কি এবং অনপেজ এসইও এর কাজ কি সেই সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করতে পেরেছেন। নিজেকে একজন এক্সপার্ট হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটি বিষয়ে আপনাকে সময়, অর্থ এবং পরিশ্রম ব্যয় করতে হবে। সবারই একটি লক্ষ্য থাকে জীবনে সফল হওয়ার। কিন্তু সফল হওয়ার জন্য অবশ্যই পরিশ্রমের কোন বিকল্প নেই। সেই সফলতাকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পাশে আছে ডিজিটাল অনলাইন আইটি। 

আমরা আমাদের ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং এবং অনলাইন ইনকাম সম্পর্কিত বিভিন্ন তথ্যসমৃদ্ধ আর্টিকেল পাবলিশ করেছি। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এবং সেখান থেকে আপনার মূল্যবান তথ্যগুলো সংগ্রহ করতে পারেন। আজকের আর্টিকেলের বিষয়বস্তু আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। পাশাপাশি আপনার বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তিবর্গরা অন পেজ এসইও কি (On Page SEO) এই সম্পর্কে যেনো জ্ঞান অর্জন করতে পারে সেই লক্ষ্যে সকলের মাঝে শেয়ার করে পোস্টটি ছড়িয়ে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url