জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার নিয়ম সম্পর্কে জানুন

জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন বর্তমান সময়ে সকল ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে আমরা জন্ম নিবন্ধন ইংরেজিতে পড়তে বিভিন্ন সময় ইউনিয়ন কাউন্সিল এবং পৌরসভা অফিসে ভিড় জমাই। কিন্তু আপনি যদি ইচ্ছে করেন তাহলে ঘরে বসেই জন্ম নিবন্ধন ইংরেজিতে আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে অবশ্যই কিছু পদক্ষেপ ফলো করতে হবে যার মাধ্যমে নিবন্ধন কার্যক্রমটি সম্পন্ন করা যাবে। 
জন্ম-নিবন্ধন-ইংরেজি-অনলাইন-আবেদন
চলুন তাহলে আজকে এই আর্টিকেলের মাধ্যমে জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন কিভাবে করা যাবে সে বিষয়ে সম্পর্কে অবগত হওয়া যাক। উক্ত বিষয়টি বাদে আজকে আর্টিকেলে যে সকল বিষয় সম্পর্কে আলোচনা হবে সেগুলো হল ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন এবং জন্ম নিবন্ধন ইংরেজি করতে কি কি লাগে। সুতরাং জন্ম নিবন্ধন ইংরেজি নাম সংশোধন এবং জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার বিষয়গুলো জানার জন্য অবশ্যই আর্টিকেলের শেষ পর্যন্ত থাকুন।
পোস্ট সূচিপত্র

ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন

বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় নাগরিক সেবা পেতে হলে অবশ্যই জন্ম সনদ ডিজিটাল বা অনলাইন হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি তথ্য সম্বলিত জন্ম নিবন্ধন ডাটাবেজে থাকতে হবে না হলে সেই জন্ম নিবন্ধনের কোন দাম থাকবে না। এজন্য আপনাকে জন্ম নিবন্ধনটি ডিজিটাল করে নেওয়া উচিত। পরবর্তীতে জন্ম নিবন্ধন ডিজিটাল বা ইংরেজিতে হল কিনা সেটিও যাচাই করার প্রয়োজন আছে। ইংরেজি জন্ম নিবন্ধন যদি না থাকে সে ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যক্তিগত অসুবিধায় পড়তে হয় বা সমস্যা তৈরি হতে পারে। 
ডাটাবেজের তথ্যসমূহ যদি ইংরেজিতে না থাকে সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার সন্তানের জন্ম নিবন্ধন করতে গেলে তার পিতা-মাতার নাম ইংরেজি অক্ষরে আসবে না। আবার এডিট করে সেটি ঠিক করাও সম্ভব নয় যদি জন্ম ২০০১ সালে পূর্বে হয়ে থাকে। বিশেষ ক্ষেত্রে বিদেশ গমন বা ইংরেজি তথ্য বাধ্যতামূলক এমন কোথাও জন্ম নিবন্ধন সার্টিফিকেট সাবমিট করতে গেলে নিবন্ধনটি ইংরেজিতে থাকা আবশ্যক। আর ইংরেজিতে জন্ম নিবন্ধন আবেদন করতে হলে আপনি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। 

কিন্তু আপনি চাইলে জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করেও পরবর্তীতে সেটি সংগ্রহ করতে। আবার ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন এবং সংশোধন করার বিষয়টিও আজকাল ঘরে বসেই করা যাচ্ছে।

জন্ম নিবন্ধন ইংরেজি করতে কি কি লাগে

জন্ম নিবন্ধন ইংরেজিতে আবেদন করার পূর্বে অবশ্যই আবেদন করার জন্য কি কি লাগবে বা কোন কোন ডকুমেন্টস প্রয়োজন পড়তে পারে সেগুলো জানা উচিত। কেননা আপনি জন্ম নিবন্ধন ইংরেজিতে যদি করতে চান। সে সম্পর্কে যদি ধারণা এবং প্রয়োজন ডকুমেন্টস না থাকে তাহলে সে ক্ষেত্রে আবেদন দাখিল করতে ব্যর্থ হবেন। চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক জন্ম নিবন্ধন ইংরেজি করতে কি কি বিষয় প্রয়োজন পড়বে। নিচে জন্ম নিবন্ধন ইংরেজিতে পড়তে কি কি লাগে সেগুলো পয়েন্ট আকারে তুলে ধরা হলো।
  • জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি পড়তে হলে প্রথমেই আপনার জন্ম নিবন্ধন নম্বরটি ১৭ ডিজিটের কিনা সেটা চেক করে নিতে হবে।
  • ১৭ ডিজিটের নম্বরের পাশাপাশি প্রয়োজন পড়বে জন্ম তারিখ যা জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের জন্য আবেদন করতে কাজে লাগবে।
  • আবেদন করার সময় তথ্যসমূহ বাংলার পাশাপাশি ইংরেজিতে দিতে হবে এবং আবেদন পত্রটি সাবমিট করতে হবে
  • জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার জন্য যথাযথ কর্তৃপক্ষ যেমন ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন এর আওতায় তথ্যসমূহ ইংরেজিতে অনলাইনে জমা দিতে হবে।
  • পরবর্তীতে বাংলার পাশাপাশি ইংরেজিতেও জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে।

জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন

আমরা ইতিমধ্যে ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন করার জন্য কি কি বিষয় অবলোকন করা প্রয়োজন সে সম্পর্কে জানতে পেরেছি। আমরা আর্টিকেলে শুরুতে একটি বিষয় বলেছিলাম সেটি হল জন্ম নিবন্ধন ইংরেজিতে আবেদন করার জন্য অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রত্যেকটি ধাপ আপনি যদি সঠিকভাবে ফলো করেন তাহলে ঘরে বসেই মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে ইংরেজিতে জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন তাহলে এবার সম্পূর্ণ প্রক্রিয়াটি কিভাবে করতে হবে সেটি পর্যায়ক্রমে জেনে নেওয়া যাক।

প্রথম ধাপ

সর্বপ্রথমে আপনি আপনার মোবাইল ব্রাউজার বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারে https://bdris.gov.bd/এই লিংকে প্রবেশ করবেন। উক্ত লিংকে প্রবেশ করার পর আপনার সামনে একটি ইন্টারফেজ শো হবে। সেখানে আপনি "জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন" নামক একটি অপশন দেখতে পাবেন, অপশনটিতে ক্লিক করতে হবে। নিচে দেওয়া স্ক্রিনশটে লক্ষ্য করলে বিষয়টি আরো পরিষ্কারভাবে বুঝতে পারবেন।
জন্ম-নিবন্ধন-ইংরেজি-অনলাইন-আবেদন

দ্বিতীয় ধাপ

জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার জন্য আমরা প্রথমেই ১৭ ডিজিটের নিবন্ধন নম্বরের কথা বলেছিলাম। পূর্বের অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে যে পেজ আসবে সেখানে "search" বক্স দেখতে পাবেন। বক্সে ১৭ ডিজিট এর নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ লিখে সিলেক্ট করতে হবে। নম্বরটি দেওয়ার পর যদি "result not found" এরকম কিছু দেখায়।
জন্ম-নিবন্ধন-ইংরেজি-অনলাইন-আবেদন
তাহলে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভায় গিয়ে সেখান থেকে সঠিক নম্বর জেনে নিতে হবে। "Search" বাটনে ক্লিক করার পর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে এরকমভাবে "আপনি কি নিশ্চিত?" তার নিচে "কনফার্ম" নামের একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন।

তৃতীয় ধাপ

ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন করার জন্য পূর্বের বিষয়গুলো যদি খুব ভালোভাবে অনুসরণ করেন। তাহলে এই পর্যায়ে এসে আপনার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে নিবন্ধন কার্যালয় বাছাই করতে বলা হবে। অর্থাৎ আপনি যে ইউনিয়ন বা পৌরসভায় জন্ম নিবন্ধন করেছিলেন সেই কার্যালয়টি সিলেক্ট করে দেবেন। পাশাপাশি আপনার দেশ, বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা সবকিছুই পূরণ করতে হবে।
জন্ম-নিবন্ধন-ইংরেজি-অনলাইন-আবেদন

চতুর্থ ধাপ (জন্ম নিবন্ধন ইংরেজি নাম সংশোধন)

এই পর্যায়ে এসে আপনাকে একটি ফরম পূরণ করতে হবে। এখানে শুধুমাত্র ইংরেজি তথ্যগুলো একটি একটি করে সিলেক্ট করে নতুনভাবে ইংরেজিতে লিখে দিতে হবে। নিচের ছবিতে লাল চিহ্নিত বক্সগুলো ভালো করে লক্ষ্য করলে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে। পাশাপাশি এখানে সংশোধনের কারণ বিষয়টিতে "ভুল ভাবে লিপিবদ্ধ হয়েছে" এটি সিলেক্ট করতে হবে।
জন্ম-নিবন্ধন-ইংরেজি-অনলাইন-আবেদন

পঞ্চম ধাপ

৫ নম্বর ধাপে এসে জন্ম নিবন্ধন এর ঠিকানা সমূহ সঠিকভাবে লিখতে হবে। জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তথ্যগুলো সঠিক হওয়া জরুরী। কারণ এখানে ভুল কোন তথ্য দিলে সেটি ভুল হিসেবেই থেকে যাবে। 
যা পরবর্তীতে আপনার ভোগান্তির কারণ হয়ে উঠতে পারে। সেজন্য জন্মস্থানের ঠিকানা, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে ইংরেজিতে পূরণ করতে হবে।
জন্ম-নিবন্ধন-ইংরেজি-অনলাইন-আবেদন

ষষ্ঠ ধাপ

ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন করার পরিপ্রেক্ষিতে সর্বশেষে উপরোক্ত ইংরেজি তথ্য যুক্ত করার জন্য যিনি আবেদনপত্র দাখিল করছেন তার বিস্তারিত তথ্য সঠিকভাবে পূরণ করে দিতে হবে। মূলত জন্ম নিবন্ধনের এমন সংশোধনের আবেদন নিজে অথবা পিতা-মাতা বা অভিভাবক পক্ষ করে থাকেন। আপনার আবেদনের ক্ষেত্র বিশেষে যিনি আবেদনপত্র দাখিল করছেন তার অপশনটি সিলেক্ট করতে হবে। যদি আপনি নিজের করেন তাহলে "নিজ" অপশনটি সিলেক্ট করুন। 
জন্ম-নিবন্ধন-ইংরেজি-অনলাইন-আবেদন
পাশাপাশি আবেদনকারীর নাম, ঠিকানা ও ফোন নাম্বার সঠিকভাবে দিতে হবে। যদি আবেদনকারীর পিতা-মাতা ছাড়া অন্য কেউ হয় যেমন পিতামহ, পিতামহী বা অন্য কোন আত্মীয়। তাহলে তার জন্ম নিবন্ধন নম্বর বা জাতীয় পরিচয় পত্র যোগ করে দিতে হবে। পাশাপাশি নিচের ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে "সংযোজন" নামে একটি অপশন রয়েছে। 

সেই অপশনটিতে ক্লিক করে প্রয়োজনীয় প্রমাণপত্র বা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। এরপরে পেমেন্টের মাধ্যম সিলেক্ট করে "সাবমিট" বাটনে ক্লিক করলেই ইংরেজিতে জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

ইংরেজি জন্ম নিবন্ধন যাচাই

আমরা এতক্ষণ পর্যন্ত জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার বিষয় সম্পর্কে জানতে পারলাম। একজন ব্যক্তি কিভাবে নিজের বা অন্য কারো জন্ম সনদ ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন করার পরিপ্রেক্ষিতে সেটি সংশোধন করতে পারে সে বিষয়ে আমরা সকলেই অবগত হতে পেরেছি। এখন প্রশ্ন আসবে যে আমরা তো জন্ম নিবন্ধন ইংরেজিতে অনলাইন আবেদন করে ফেলেছি। কিন্তু পরবর্তীতে ইংরেজি জন্ম নিবন্ধন যাচাই করব কিভাবে। অর্থাৎ আবেদন করার পর সেটি যাচাই করতে হলে কোন প্রসেস গুলো ফলো করতে হবে।

সেটিও আমাদের জানা প্রয়োজন। খুব সহজেই মোবাইল অথবা ল্যাপটপে আপনি ইংরেজি জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। এজন্য আপনাকে সেই আগের মতই https://bdris.gov.bd/ এই লিংকে প্রবেশ করতে হবে। লিংকে প্রবেশ করার পর আপনি জন্মতারিখ এবং বার্থ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করলে আপনার ইংরেজি জন্ম নিবন্ধন সঠিক হয়েছে কিনা বা ডাটাবেজে ডাটা যুক্ত হয়েছে কিনা সকল তথ্য পেয়ে যাবেন। নিচে আমরা একটি স্ক্রিনশট এর সাহায্যে বিষয়টি দেখানোর চেষ্টা করলাম।

জন্ম নিবন্ধন ইংরেজি করতে কত টাকা লাগে

যেহেতু বর্তমান সময়ে সাফল্যের ক্ষেত্রেই হাতে লেখা জন্ম নিবন্ধন এবং বাংলাতে লেখা জন্ম নিবন্ধন কোন কাজে আসে না। এজন্য আপনাকে দ্রুত সম্ভব পুরাতন জন্ম নিবন্ধন কে ডিজিটাল করে নিতে হবে। আমরা ইতিমধ্যে আর্টিকেলের সম্পূর্ণ অংশ জুড়ে জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার প্রক্রিয়া সম্পর্কে জানতে পেরেছি। তবে ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন করার জন্য অবশ্যই একটি ফি ধার্য করা আছে। অর্থাৎ এখন অনেকের মনে প্রশ্ন আসে যে জন্ম নিবন্ধন ইংরেজি করতে কত টাকা লাগে। 
সাধারণত পুরাতন জন্ম নিবন্ধন কে ডিজিটাল করার জন্য ৫০ টাকা ফ্রি দিতে হয়। তবে আপনি যদি কাজটি আমাদের আজকের এই আর্টিকেলের প্রত্যেকটি অংশ ভালোভাবে ফলো করে নিজে নিজে করতে পারেন তাহলে আর টাকা খরচ করতে হবে না। শুধুমাত্র আবেদনপত্র ফটোকপি নিয়ে উক্ত কর্তৃপক্ষের নিকট জমা দিলে আপনার কাজ শেষ। তবে পুরাতন জন্ম নিবন্ধন নতুন করার পাশাপাশি যদি আপনি বাড়তি কিছু কাজ করান সে ক্ষেত্রে আলাদা ফি চার্জ করা হতে পারে। 

৪৫ দিন থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে ২৫ টাকা খরচ হয়। ৫ বছরের বেশি হলে ৫০ টাকা ফি দিতে হবে। এ ছাড়া তো সংশোধন করার ক্ষেত্রে চার্জ ধরা হচ্ছে ৫০ টাকা।

শেষের কথা

প্রিয় পাঠক বৃন্দ আমরা আজকে আর্টিকেলের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন এবং ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন সম্পর্কে খুব ভালোভাবে অবগত হতে পেরেছেন। আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি সেটি হল সাধারণত জন্ম নিবন্ধন করার যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অনেক সময় Down অথবা "Temporary Restricted" অবস্থায় থাকে। সুতরাং আপনি যদি একবার সেখানে প্রবেশ করতে না পারেন। 

তাহলে পুনরায় চেষ্টা করে যাবেন। ইংরেজি জন্ম নিবন্ধন আবেদন করার ক্ষেত্রে যদি কোনরকম সমস্যা মনে হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ওয়েবসাইটটিতে তথ্যসমৃদ্ধ আর্টিকেলগুলো ইনপুট করার। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারেন এবং আজকের এই বিষয়টি অর্থাৎ জন্ম নিবন্ধন ইংরেজি অনলাইন আবেদন করার বিষয়টি সকলকে জানানোর জন্য অবশ্যই একটি শেয়ার করতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url