এড ফি ছাড়া অনলাইন জব এবং ফ্রি টাইপিং জব সম্পর্কে জানুন

প্রিয় পাঠকবৃন্দ তোমরা কি কেউ এড ফি ছাড়া অনলাইন জব করতে চাও? এড ফি ছাড়া অনলাইন জব আজকাল পাওয়া খুবই কষ্টকর হয়ে গিয়েছে। কারণ বর্তমানে কিছু ফ্রড ব্যক্তিরা এড ফি নেওয়ার পর জব দেয় না। যার কারণে মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে অনলাইন প্ল্যাটফর্মে জব করতে চায়না। কিন্তু তোমরা যারা এড ফি ছাড়া অনলাইন জব খুঁজে বেড়াচ্ছ তাদেরকে আমাদের আজকের এই পোস্টে স্বাগতম জানাচ্ছি। 
এড-ফি-ছাড়া-অনলাইন-জব
বর্তমান সময়ে যারা অফলাইনে জব করার সুযোগ পাচ্ছে না তাদের অনলাইন জব করার প্রতি অন্যরকম আগ্রহ তৈরি হয়েছে। যার কারণে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করে বেড়াচ্ছে। কিন্তু অনলাইন জবের মধ্যে কিছু জব আছে যেখানে এড ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় এগুলোর মধ্যে যেমন রিয়েল জব আছে তেমন ফেইক জব আছে। আমাদের আজকের ব্লগ পোস্টের মূল টার্গেট হচ্ছে আমাদের প্রিয় ভিউয়ার্সদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করা যাতে করে তারা অনলাইন জবের জন্য এড ফি ছাড়া এপ্লাই করতে পারে এবং ঘরে বসে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। 

আজকের ব্লগ পোস্টের মাধ্যমে তোমরা অনলাইন জব সংক্রান্ত আরো যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবে সেগুলো হলো- অনলাইন জব ফর ফিমেল ইন বাংলাদেশ, অনলাইন জব কি, কত প্রকার কি ও কি, ফ্রি টাইপিং জব কি ও এর সুবিধা, মেয়েদের জন্য অনলাইন জব, ফ্রি অনলাইন ইনকাম সাইট গুলো কি কি ইত্যাদি।
পোস্ট সূচিপত্র

ভূমিকা

বর্তমান যুগে এড ফি ছাড়া অনলাইন জব করার চাহিদা দিন দিন বেড়েই চলছে। আজকাল সবাই চায় ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে। কিন্তু অনেক সময় দেখা যায় কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা অনলাইনে বিভিন্ন কাজের জন্য বিজ্ঞাপন দিয়ে থাকে এবং এড ফি দাবি করে। পরবর্তীতে দেখা যায় তারা এড ফি আদায় করে গ্রাহকদেরকে ব্লক করে দেয় বা যোগাযোগ বন্ধ করে দেয় এবং কোনো প্রকার কাজ দেওয়া হয় না। এগুলো সাধারণত ফেইক অথবা ফ্রড প্রতিষ্ঠানরাই বেশি করে থাকে। 

যারা এড ফি ছাড়া অনলাইন জব করতে চাও তারা অনলাইন প্লাটফর্মে জবের জন্য আবেদন করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবে প্লাটফর্মটি রিয়েল কিনা। তাহলে এড ফি ছাড়া তোমরা অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে জবের জন্য এপ্লাই করতে পারবে এবং সহজেই আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

অনলাইন জব ফর ফিমেল ইন বাংলাদেশ

বাংলাদেশের নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য বর্তমানে অনলাইনে কাজ করার সুযোগ রয়েছে। আমাদের আজকের আর্টিকেলে এড ফি ছাড়া অনলাইন জব সম্পর্কে আলোচনা করার পাশাপাশি বাংলাদেশের নারীদের জন্য কি কি অনলাইন জবের সুযোগ রয়েছে সেই বিষয়েও কথা বলব। বাংলাদেশের নারীরা অনলাইনে কি কি ধরনের জব করার সুযোগ পায় তা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো:

বাংলাদেশের নারীদের জন্য এড ফি ছাড়া অনলাইন জব এর সবচেয়ে ভাল একটি উপায় হচ্ছে অনলাইন টিউটরিং। আজকাল টিউটোরিং পেশার অনেক চাহিদা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নারীরা চাইলে অনলাইন টিউশন করে মোটা অংকের টাকা ইনকাম করতে পারবে। এতে করে নিজেরও পড়াশোনা চর্চা হয় এবং অন্যকেও শিক্ষা দান করা হয় অনলাইনে। অনলাইন টিউটরিং সেই সকল নারীদের জন্য খুবই উপকারী যাদের অফলাইন টিউশনি করার সুযোগ নেই। অনলাইন টিউটরিং এর জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন যেমন- zoom, google meet, google classroom ব্যবহার করা যেতে পারে. এই সকল সফটওয়্যার এর মাধ্যমে ভালোভাবে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বেস্ট ভিডিও কনফারেন্সিং সম্পন্ন করা সম্ভব। 
অনলাইন জব ফর ফিমেল ইন বাংলাদেশ এর কথা চিন্তা করলে নারীদের জন্য ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশার মধ্যে একটি। বর্তমানে ফ্রিল্যান্সিং কাজ শেখার জন্য বিভিন্ন ধরনের অনলাইন কোর্স রয়েছে যেখান থেকে তোমরা কাজ শেখার পাশাপাশি কাজে জয়েন করার ও সুযোগ পাবে। এছাড়াও অনলাইন Fiver, Upwork, Freelancer অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করে দিতে পারো। ফ্রিল্যান্সিংয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী বিভিন্ন টাইপের কাজ করার সুযোগ রয়েছে যেমন- কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি, ট্রান্সক্রিপশন ভিডিও এডিটিং, ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি। 

ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা হল নারীরা চাইলে ঘরে বসে যে কোনো সময়ে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এবং নিজেদের কাজের সময় নিজেরাই ফিক্স করতে পারবে। যে সকল নারীদের পক্ষে এড ফি ছাড়া অনলাইন জব পাওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারো। বর্তমানে বিভিন্ন কোম্পানি সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ খুলে তাদের ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে যাচ্ছে। তারাও বিভিন্ন ধরনের দক্ষ ইমপ্লয়ারদের খোঁজ করে যাতে করে তারা তাদের ফেসবুক পেজটি সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং ফলোয়ারদের সাথে যোগাযোগ বজায় রাখে। 

নারীদের জন্য আরও একটি উল্লেখযোগ্য অনলাইন কাজ হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। যেখানে নারীরা বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজ, ইমেইল ম্যানেজমেন্ট, ক্যালেন্ডার ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর কাজ করে থাকে। এটি খুবই সহজ একটি কাজ যে কাজের জন্য নারীদের দক্ষতা/অভিজ্ঞতা না থাকলেও চলে। যে সকল নারীরা লেখালেখিতে খুবই পারদর্শী এবং আগ্রহী তাদের জন্য ব্লগিং একটি চমৎকার সুযোগ. ব্লগিং হচ্ছে এমন একটি পেশা সেখানে ওয়েবসাইটে শিক্ষনীয় বিষয়ে লেখালেখি করে পোস্ট করা হয় এবং পাঠকরা সেই পোস্টগুলো পড়ার মাধ্যমে পোস্ট যদি র্যাঙ্ক করে তাহলে ওয়েবসাইট থেকে ইনকাম করা সম্ভব।

অনলাইন জব

বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে এড ফি ছাড়া অনলাইন জবের চাহিদা বেড়েই চলেছে এবং ইনকামের জন্য অনলাইন জব সেক্টর খুবই জনপ্রিয় হয়ে উঠেছেস বিশেষ করে যারা ঘরে বসে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায় তাদের জন্য অনলাইন জব সেরা একটি মাধ্যম। বর্তমানে ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়নের ফলে বিভিন্ন ধরনের অনলাইন জব রয়েছে। তার মধ্যে সেরা ৩টি অনলাইন জব সম্পর্কে ব্যাখ্যা করা হলো:
  • আপনারা কি রিমোট জবের কথা শুনেছেন? রিমোট জব হচ্ছে এমন একটি জব যেটি ফুল টাইম অথবা পার্টটাইম করার সুযোগ রয়েছে। আপনি চাইলেই এটি ঘরে বসে করতে পারবেন। এটি এমন একটি জব যেটি ফ্রিল্যান্সারদের থেকে কিছুটা ভিন্ন হতে পারে যার জন্য আপনাকে প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় ধরে কাজ করতে হয়। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, রিমোট টিচিং /টিউটরিং এগুলো রিমোট জবের অন্তর্ভুক্ত।
  • বর্তমানে যত প্রকার অনলাইন জব রয়েছে তার মধ্যে কনটেন্ট ক্রিয়েশন অন্যতম। কনটেন্ট ক্রিয়েট করে বর্তমানে মানুষ হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন- facebook, youtube, twitter, instagram এগুলোর মাধ্যমে অডিও ও ভিডিও কনটেন্ট তৈরি করে মনিটাইজেশনের মাধ্যমে অনেক টাকা আয় করা যায়।
  • যে সকল ব্যক্তিদের ভাষাগত দক্ষতা ভালো তারা ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এর কাজ করে অনলাইনে ইনকাম করতে পারবেন। ট্রান্সক্রিপশন এর কাজ হচ্ছে যেখানে আপনাকে অডিও ও ভিডিও ফাইল দেওয়া হবে এবং সেগুলো দেখে এবং শোনার মাধ্যমে আপনাকে ফাইল লিখতে দেয়া হবে। ট্রান্সলেশনের কাজ হচ্ছে যেখানে আপনাকে বিভিন্ন ডকুমেন্টস এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করতে দেয়া হবে। যদি আপনার ভাষার দক্ষতা ভালো থাকে তাহলে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এর কাজ করে এড ফি ছাড়া অনলাইন জব করে ভালো মানের টাকা আয় করতে পারবেন।

ফ্রি টাইপিং জব

ইন্টারনেট জগতে যত ধরনের জব রয়েছে তার মধ্যে ফ্রি টাইপিং জব অন্যতম। ফ্রি টাইপিং জব করে বর্তমানে অনেকেই প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। ফ্রি টাইপিং জব করার জন্য আপনার টাইপিং দক্ষতা থাকা প্রয়োজন। টাইপিং দক্ষতা না হলে ফ্রি টাইপিং জব করতে পারবেন না। ফ্রি টাইপিং জব এমন একটি কাজ যেখানে শুধুমাত্র আপনাকে টাইপিং করতে হবে। যেমন- ডাটা এন্ট্রি, ডকুমেন্ট কনভারসেশন, ম্যানুয়াল টাইপিং। 
এইসব কাজ করার জন্য সাধারণত ভালো মানের মোবাইল বা কম্পিউটার থাকা প্রয়োজন। এতে করে আপনার টাইপিং এর কাজ করা আরো সহজ হবে। ফ্রি টাইপিং জব করার জন্য ইন্টারনেটে যে সকল সাইট রয়েছে সেগুলো হলো-
  • upwork
  • freelancer
  • fiver
  • rev
  • clickworker
  • scribie
ফ্রী টাইপিং জবের বেশ কিছু সুবিধা রয়েছে। এটি আপনি ঘরে বসে যে কোনো সময় করতে পারবেন এবং অফিসে গিয়ে কাজ করার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র কম্পিউটার এবং ইন্টারনেট কানেক্ট করলেই ফ্রি টাইপিং জব করা সম্ভব।ফ্রী টাইপিং জবের জন্য যেহেতু টাইপিং এর দক্ষতা থাকা প্রয়োজন তাই আপনি নিয়মিত কম্পিউটারে স্ক্রিপ্ট টাইপিং করার অভ্যাস রাখবেন এতে করে আপনার ফ্রি টাইপিং জব করতে সুবিধা হবে। ফ্রি টাইপিং জব এর কিছু বড় সুবিধা হলো এর নির্দিষ্ট কোনো সময় সূচি নেই আপনি আপনার পছন্দমত সময় সেট করে নিতে পারবেন। 

যদি আপনি এই জবটি করা অবস্থায় দক্ষ হয়ে ওঠেন তাহলে আপনার পূর্বের তুলনায় স্যালারি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এতে করে বড় এমাউন্ট এর স্যালারি পাবেন।

মেয়েদের জন্য অনলাইন জব

বর্তমান যুগে মেয়েদের জন্য এড ফি ছাড়া অনলাইন জব এর বিভিন্ন অপশন রয়েছে. তার মধ্যে সেরা কয়েকটি অনলাইন জবের নাম নিম্নে দেওয়া হলো:
  • অনলাইন রিসার্চার (Online Researcher)
  • ফ্রিল্যান্স লেখক (Freelance Writer)
  • কন্টেন্ট ক্রিয়েটর (Content Creator)
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistant)
  • অনলাইন টিউটর (Online Tutor)
  • গ্রাফিক ডিজাইনার (Graphic Designer)
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজার (Social Media Manager)
  • ব্লগিং (Blogging)
  • ই-কমার্স স্টোর পরিচালনা (E-commerce Store Management)
  • ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
  • ট্রান্সক্রিপশনিস্ট (Transcriptionist)
  • কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ (Customer Service Representative)
  • প্রুফরিডিং এবং এডিটিং (Proofreading and Editing)
  • অনলাইন কোর্স টিউটর (Online Course Tutor)
  • ইমেইল মার্কেটিং স্পেশালিস্ট (Email Marketing Specialist)
  • ডিজিটাল মার্কেটার (Digital Marketer)
  • ফ্রিল্যান্স ফটোগ্রাফার (Freelance Photographer)
  • সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (Social Media Influencer)
  • কপিরাইটার (Copywriter)
  • অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
  • ওয়েবসাইট ডিজাইনার (Website Designer)
  • অ্যাপ ডেভেলপার (App Developer)
  • ট্রান্সলেটর (Translator)
  • অনলাইন ফিটনেস কোচ (Online Fitness Coach)
  • পডকাস্ট হোস্ট (Podcast Host)
  • ভার্চুয়াল বুককিপার (Virtual Bookkeeper)
  • শপ চালনা (Etsy Shop Management)
  • অনলাইন হস্তশিল্প বিক্রি (Selling Handmade Products Online)
  • রাইটিং সার্ভিস (Resume Writing Service)

ফ্রি অনলাইন ইনকাম সাইট

কিভাবে এড ফি ছাড়া অনলাইন জব করা যায় ইতিমধ্যে আমরা এই নিয়ে অনেক ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রি অনলাইন ইনকাম সাইট যেসব ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সহজেই ঘরে বসে অনেক টাকা ইনকাম করতে পারবে। এড ফি ছাড়া অনলাইন জব করার জন্য ফ্রি অনলাইন ইনকাম সাইটের নাম গুলো হলো:
  • Teespring
  • Etsy
  • Rover
  • TaskRabbit
  • Shutterstock
  • Survey Junkie
  • Toluna
  • Pinecone Research
  • Opinion Outpost
  • Prolific
  • PeoplePerHour
  • Toptal
  • Microworkers
  • ClickSense
  • Swagbucks
  • InboxDollars
  • Freelancer
  • Upwork
  • Fiverr
  • Clickworker
  • Amazon Mechanical Turk
  • UserTesting
  • Rev
  • Scribie
  • Testbirds
  • i-Say (Ipsos)
  • Dscout
  • Field Agent
  • Appen
  • Lionbridge
  • Vindale Research
  • PrizeRebel
  • Honeygain
  • Neobux
  • TimeBucks
  • RapidWorkers
  • ySense
  • FeaturePoints
  • Toloka
  • GoTranscript

লেখকের শেষকথা

প্রিয় পাঠকবৃন্দ আমাদের দেশে যারা বেকার যুবক যুবতীরা রয়েছে তাদের জন্য আমাদের আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী হবে। কারন আমাদের আজকের পোস্টের মূল বিষয়বস্তু ছিল এড ফি ছাড়া অনলাইন জব করার উপায়। এড ফি ছাড়া অনলাইন জব যারা করতে চাও তারা আমাদের আজকের ব্লগ পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বে এবং তোমাদের পরিচিত বন্ধুবান্ধব, পাড়া- প্রতিবেশী, পরিবারের সদস্যদের কেউ যদি ঘরে বসে অনলাইন এর বিশ্বস্ত প্লাটফর্মে কাজ করতে চায় তাহলে তাদের সাথে আমাদের আজকে পোস্টটি শেয়ার করে দিবে। 

তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এড ফি ছাড়া অনলাইনে জব পাওয়া খুবই কঠিন। কারণ বর্তমানে অনলাইন প্লাটফর্ম গুলোতে রিয়েল জবের তুলনায় ফেইক জবের পরিমাণ খুবই বেশি। তাই যে সকল ব্যক্তিরা ঘরে বসে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাও তারা অনলাইন জবের বিশ্বস্ত প্ল্যাটফর্ম গুলো সম্পর্কে সঠিকভাবে যাচাই-বাছাই করে নেবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url