অনার্স এর পূর্ণরূপ কি-অনার্স ভালো না ডিগ্রি ভালো
“অনার্স ভালো না ডিগ্রি ভালো” এইচএসসি পরীক্ষার পর হাজার হাজার শিক্ষার্থীরা এই বিষয়ে কনফিউশনে ভুগে থাকেন। যার কারণে অনেকের সঠিক ডিসিশন নিতে সমস্যা হয় তার অনার্সে ভর্তি হওয়া উচিত নাকি ডিগ্রিতে ভর্তি হওয়া উচিত। আমাদের আজকের পোষ্টের মূল বিষয়বস্তু হচ্ছে অনার্স ভালো না ডিগ্রি ভালো। আজকের পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে অনার্স ও ডিগ্রির মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা ভালোভাবে বুঝে যাবেন
এবং আপনার উচ্চ শিক্ষার জন্য সঠিক ডিগ্রি নির্বাচন করা অনেকটা সহজ হয়ে যাবে। ক্যারিয়ারের জন্য কোন বিষয়ে ডিগ্রি অর্জন করা জরুরী এটি সম্পূর্ণ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। প্রিয় দর্শক আজকের পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য অনার্স ও ডিগ্রির এমন কিছু সাবজেক্ট নিয়ে কথা বলব যেই সাবজেক্টগুলো পড়ার মাধ্যমে তারা প্রফেসনাল লাইফে অনেক সফল হতে পারবে এবং শিক্ষা জীবনেও অনেক কিছু শিখতে পারবে।
আজকে আর্টিকেলটি পড়ার মাধ্যমে ডিগ্রী ও অনার্সের বিষয়ে সংক্রান্ত আরো যে সকল বিষয় জানতে পারবেন সেগুলো হলো- অনার্স এর পূর্ণরূপ কি, অনার্স কি কি বিষয় আছে, অনার্স কোন সাবজেক্ট ভালো, বিএ অনার্স মানে কি, ডিগ্রি পাশ করার পর কি পড়া যায়, ডিগ্রি কি কি বিষয় থাকে, ডিগ্রি পড়ে কি হওয়া যায় ইত্যাদি।
পোস্ট সূচীপত্র
ভূমিকা
প্রতিটি শিক্ষার্থীদের জীবনে ডিগ্রী নির্বাচন করা জীবনের বড় একটি সিদ্ধান্ত। কারণ এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতের পেশাগত পথ নির্ধারণ করা হয়। অনেক শিক্ষার্থীরাই বুঝতে ভুল করে থাকে অনার্স ডিগ্রি এবং শুধু ডিগ্রির মধ্যে অনেক পার্থক্য রয়েছে যার কারণে তারা অনেক সময় চিন্তিত হয়ে পড়েন। অনেক স্টুডেন্টরাই ভাবেন অনার্স ভালো না ডিগ্রি ভালো। শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী অনার্স ও ডিগ্রি যেকোনো একটিতে ভর্তি হতে পারবেন। সাধারণত আমরা জানি ডিগ্রি হলো ৩ বছর কোর্স এবং অনার্স চার বছরের কোর্স। কিছু শিক্ষার্থীদের ক্ষেত্রে অনার্স শেষ করতে চার থেকে পাঁচ বছর সময়ও
লাগতে পারে। অনার্স ও ডিগ্রির মধ্যে মূল পার্থক্য হলো অনার্সে নির্দিষ্ট একটি বিষয়ের উপর গভীর জ্ঞান প্রদান করা হয় যেখানে ডিগ্রীর কোর্সগুলোতে বিভিন্ন ধরনের বিষয়ের কোর্স সংযুক্ত থাকে যার ফলে বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। তাই যে সকল শিক্ষার্থীরা তোমরা ভাবছো অনার্স ভালো না ডিগ্রি ভালো তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই অনার্স ও ডিগ্রি দুটোই ভালো। যদি তুমি দ্রুত ডিগ্রি শেষ করতে চাও তাহলে তিন বছরের ডিগ্রির কোর্স বেছে নিতে পারো।
অনার্স এর পূর্ণরূপ কি
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে অনার্স এর পূর্ণরূপ কি। আসলে অনার্সের কোন পূর্ণরূপ নেই। ইংরেজি শব্দ Honors এই শব্দটিকে বাংলায় রূপান্তর করেও অনার্স ডিগ্রী বলা হয়। অনার্স হচ্ছে এমন একটি ডিগ্রী যেখানে একটি বিষয়ের উপর গভীর গবেষণা করা হয়। একজন অনার্স ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থী নির্দিষ্ট একটি বিষয়ের উপর এমন ভাবে গভীর জ্ঞান লাভ করে যেটি তার শিক্ষার জীবনে ও প্রফেশনাল লাইফে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনার্স ডিগ্রির মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা এবং কোর্স শেষে তাকে সেই বিষয়ের জ্ঞান
অর্জনের উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা। এরপর শিক্ষার্থীরা চাইলে এই বিষয়ের উপর আরো উচ্চশিক্ষা অর্জন করতে পারবে। যদি আমরা তুলনা করতে যাই অনার্স ভালো না ডিগ্রি ভালো তাহলে বলা যেতে পারে অনার্স ডিগ্রি এর চাইতে অনেকটা চ্যালেঞ্জিং হতে পারে। কারণ এখানে লম্বা সময় ও পরিশ্রমের প্রয়োজন হয়। যদিও ডিগ্রির শিক্ষা কারিকুলাম সাধারণত কঠিন হয়ে থাকে তবে অনার্স এর মতো ডিগ্রি তেমন গবেষণামূলক হয় না। যার ফলে অনেকে ডিগ্রির চাইতে অনার্স ডিগ্রিকে বেশি মূল্যায়ন করে থাকে। তাই অনার্স ডিগ্রিকে উচ্চ শিক্ষার গুরুত্বপূর্ণ একটি স্তর হিসেবে বিবেচিত করা হয়। যার ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় এবং কর্মজীবনে বেশ লাভবান হতে পারে।
অনার্স কি কি বিষয় আছে
অনার্স ভালো না ডিগ্রি ভালো এই বিষয়ে জানার পাশাপাশি আপনাদেরকে জানতে হবে অনার্সে কি কি বিষয় পড়ানো হয় অথবা অনার্স ডিগ্রি নেওয়ার জন্য আপনি কি কি ডিপার্টমেন্ট বা সাবজেক্ট চুস করতে পারবেন। বাংলাদেশে সাধারণত যে ধরনের বিষয়ের উপর অনার্স ডিগ্রী করা যায় সেই বিষয়গুলোর নাম দেওয়া হলো:
- বাংলা
- ইংরেজি ভাষা ও সাহিত্য
- পরিসংখ্যান
- গণিত
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
- সমাজবিজ্ঞান
- সমাজকর্ম
- ইতিহাস
- দর্শন
- স্থাপত্য
- মনোবিজ্ঞান
- পরিবেশ বিজ্ঞান
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- ইসলামী স্টাডিজ
- ফারসি ভাষা ও সাহিত্য
- ভূগোল ও পরিবেশবিদ্যা
- জনসংখ্যা বিজ্ঞান
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)
- নৃবিজ্ঞান
- চারুকলা
- নৃতত্ত্ব
- আন্তর্জাতিক সম্পর্ক
- জনসংযোগ ও সাংবাদিকতা
- আইন (LL.B)
- বিবিএ (ব্যবসায় প্রশাসন)
- ব্যাংকিং ও ইনস্যুরেন্স
- বিপণন
- ফাইন্যান্স ও ব্যাংকিং
- মানবসম্পদ ব্যবস্থাপনা
- সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
- বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি
- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE)
- ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
- সিভিল ইঞ্জিনিয়ারিং
- ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
- টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি
- ফার্মেসি
- মেডিকেল সায়েন্স
- মেরিন সায়েন্স
- নার্সিং
- মাইক্রোবায়োলজি
- প্রাণিবিজ্ঞান
- উদ্ভিদবিজ্ঞান
- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান
- সঙ্গীত
- থিয়েটার ও পারফর্মিং আর্টস
- পাবলিক হেলথ
এই সকল বিষয় ছাড়াও যদি আপনার কোনো বিষয়ের উপর অনার্স ডিগ্রী করার ইচ্ছা থাকে তাহলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভিজিট করে জেনে নিতে পারেন। এছাড়াও বর্তমানে সবগুলো বিশ্ববিদ্যালয়ের অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে আপনি আপনার পছন্দের সাবজেক্টটি বাছাই করে নিতে পারবেন।
অনার্স কোন সাবজেক্ট ভালো
অনার্স ভালো না ডিগ্রি ভালো এই সম্পর্কিত অনেক ধরনের ব্যক্তিগত মতামত শেয়ার করেছি। এছাড়াও অনার্সে কি কি সাবজেক্ট পড়ানো হয় সেগুলোর অনেক বিভাগের নাম আমরা জেনেছি। কিন্তু এমন কিছু সাবজেক্ট আছে যা অনার্স লেভেলে অন্যান্য সাবজেক্ট এর তুলনায় খুবই ভালো এবং ডিমান্ডেবল যেটি একাডেমিক লাইফ ও ক্যারিয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখে। অনার্সের যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে কয়েকটি ভালো সাবজেক্ট হলো:
- ইংরেজি
- বিবিএ
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- ইকোনোমিক্স
- আইন
- ফার্মেসি
এ সকল সাবজেক্ট অন্যান্য সাবজেক্ট এর তুলনায় খুবই ভালো হওয়ার বেশ কিছু কারণ আছে। যেমন- ইংরেজি এমন একটি ডিপার্টমেন্ট যেখানে সাইন্স, কমার্স, আর্টস সব ধরনের স্টুডেন্টরা এপ্লাই করতে পারে এবং এই বিষয়ে পড়াশোনা করে অনেক ধরনের পেশায় অংশগ্রহণ করার সুযোগ আছে। অন্যান্য সাবজেক্টের তুলনায় আরো একটি ভালো সাবজেক্ট বা ডিপার্টমেন্ট হচ্ছে বিবিএ যেখানে সব বিভাগ থেকে স্টুডেন্টরা ভর্তির জন্য আবেদন করতে পারে। এই বিষয়ে পড়াশোনা করে মার্কেটিং সেক্টর,
ফাইনান্স, একাউন্টেন্ট, ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়া সম্ভব যেটি আপনার কর্পোরেট জগতে প্রবেশ করার দরজা খুলে দেয়। যে সকল স্টুডেন্টরা বিজ্ঞান বিভাগের পড়াশোনায় খুবই দক্ষ তারা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে অত্যাধুনিক ক্যারিয়ার গড়ে তুলতে পারবে। অনার্স লেভেলে আরো দুটি সেরা সাবজেক্ট হচ্ছে আইন বিভাগ ও ফার্মেসি বিভাগ। যে সকল শিক্ষার্থীদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু বিচারক ও আইনজীবী হবার ইচ্ছা আছে তাদের জন্য আইন বিভাগে পড়াশোনা
করাই উত্তম। বর্তমানে ফার্মেসি একটি জনপ্রিয় ক্যারিয়ারে পরিণত হয়েছে। ফার্মাসি ডিগ্রী অর্জন করার মাধ্যমে বিভিন্ন ধরনের ঔষধ কোম্পানিতে চাকরি করে এবং ওষুধ সম্পর্কিত গবেষণায় অংশগ্রহণ করে ভালো ক্যারিয়ার গড়া সম্ভব।
বিএ অনার্স মানে কি
যখন কোনো শিক্ষার্থী প্রশ্ন করে থাকে অনার্স ভালো না ডিগ্রি ভালো তখন অনেকেই উত্তর দিয়ে থাকে বিএ অনার্স উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে খুবই ভালো একটি ডিগ্রি যা আমাদের পর্যাপ্ত জ্ঞান অর্জনের সুযোগ দেয় এবং একাডেমিকভাবে গভীর অধ্যায়ন করার সুযোগ আছে। বিএ অনার্সের মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর গভীরভাবে জ্ঞান অর্জন করার সুযোগ করে দেওয়া। যেমন- বাংলা, ইংরেজি, ইতিহাস, সমাজবিজ্ঞান, অর্থনীতি এমন আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোর আলাদা ডিপার্টমেন্ট রয়েছে।
প্রত্যেকটি বিষয়ের ডিপার্টমেন্টে নির্দিষ্ট অনেকগুলো কোর্স করানো হয় যে কোর্সগুলো করার মাধ্যমে সেই বিষয়ের উপর শিক্ষার্থীরা পর্যাপ্ত ধারণা লাভ করতে পারে। এতে করে তারা উচ্চতার শিক্ষা লাভ করার সময় গভীর গবেষণা, বিশ্লেষণ ও সমালোচনা মূলক চিন্তাধারা দক্ষতা অর্জন করে। বিএ অনার্স ডিগ্রি লাভ করে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের পেশায় অংশগ্রহণ করতে পারে। যেমন- বেসরকারি সংস্থায় কাজ করা, সরকারি চাকরি, গবেষণা, মিডিয়া, শিক্ষা আরো নানান ধরনের পেশায় যার যার ডিপার্টমেন্ট অনুযায়ী অংশগ্রহণ করার সুযোগ পাবে।
ডিগ্রি পাস করার পর কি পড়া যায়
ডিগ্রী পাস করার পর অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করে থাকেন ডিগ্রি পাস করার পর কি পড়া যায়। ডিগ্রি পাস করার পর আপনি চাইলে যে কোনো ধরনের উচ্চতর শিক্ষার জন্য এপ্লাই করতে পারবেন। এছাড়াও বাহিরের দেশে উচ্চ শিক্ষা জন্য ইউনিভার্সিটিতে মাস্টার্স লেভেলে আবেদন করতে পারবেন। আপনি যদি মানবিক বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মানবিক বিভাগের কোন বিষয়ের উপর MA ডিগ্রী লাভ করতে পারবেন. আপনি যদি বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বিজ্ঞান বিষয়ক কোন ডিপার্টমেন্টে MSC করার সুযোগ পাবেন।
ব্যবসায়ী শিক্ষা বিভাগের স্টুডেন্টরা ডিগ্রী পাস করে MBA করার সুযোগ পাবে. এরপর মাস্টার্স লেভেলের ডিগ্রী শেষ হয়ে গেলে কেউ যদি আরও উচ্চশিক্ষা অর্জন করতে চায় তাহলে পিএইচডির জন্য এপ্লাই করতে পারবে। ডিগ্রী পাস করার পর যারা মাস্টার্স লেভেল ও পিএইচডি ডিগ্রী অর্জন করে থাকে তাদের জন্য উচ্চ লেভেলের চাকরি পাওয়া আরও সহজ হয়ে যায় যা তাদের স্বপ্নের ক্যারিয়ারে জয়েন করার লক্ষ্য পূরণে সহায়তা করবে।
ডিগ্রি কি কি বিষয় থাকে
যে সকল শিক্ষার্থীরা ভাবছো অনার্স ভালো না ডিগ্রি ভালো। ডিগ্রির চাইতে অনার্সকে কি বেশি মূল্যায়ন করা হয়? তাদের জন্য আমার পক্ষ থেকে মতামত হচ্ছে বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য ডিগ্রি এমনভাবে কোর্স প্ল্যান রেডি করেছে যার ফলে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে জ্ঞান অর্জন করে সফল হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা যারা জানতে চেয়েছিলে ডিগ্রি তে কি কি বিষয় থাকে বা ডিগ্রির ছাত্রছাত্রীরা কি কি বিষয়ে পড়াশোনা করে সেগুলো নিম্নে দেয়া হলো:
BBS (Bachelor of Business Studies)
- হিসাববিজ্ঞান (Accounting)
- ব্যবস্থাপনা (Management)
- ফিন্যান্স (Finance)
- মার্কেটিং (Marketing)
- ব্যবসায় আইন (Business Law)
- অর্থনীতি (Economics)
- ব্যাংকিং ও ইনস্যুরেন্স (Banking and Insurance)
- অডিটিং (Auditing)
- কর্পোরেট ফাইন্যান্স (Corporate Finance)
- ব্যবসায়িক গণিত (Business Mathematics)
- ব্যবসায়িক পরিসংখ্যান (Business Statistics)
BSS (Bachelor of Social Science)
- রাষ্ট্রবিজ্ঞান (Political Science)
- সমাজবিজ্ঞান (Sociology)
- অর্থনীতি (Economics)
- দর্শন (Philosophy)
- সমাজকর্ম (Social Work)
- ভূগোল (Geography)
- মনোবিজ্ঞান (Psychology)
- ইসলামিক স্টাডিজ (Islamic Studies)
- ইতিহাস (History)
- বাংলাদেশ স্টাডিজ (Bangladesh Studies)
BSc (Bachelor of Science)
- পদার্থবিজ্ঞান (Physics)
- রসায়ন (Chemistry)
- জীববিজ্ঞান (Biology)
- গণিত (Mathematics)
- পরিসংখ্যান (Statistics)
- কম্পিউটার সায়েন্স (Computer Science)
- বোটানি (Botany)
- জুলজি (Zoology)
- মাইক্রোবায়োলজি (Microbiology)
- জেনেটিক্স (Genetics)
তিনটি বিষয় আছে যে বিষয়গুলো সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য মেন্ডেটরি সেগুলো হলো- বাংলা, ইংরেজি ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
ডিগ্রি পড়ে কি হওয়া যায়
অনেকেই ডিগ্রি ও অনার্স নিয়ে দ্বিধা দ্বন্দ্বতায় ভুগে চিন্তা করেন অনার্স ভালো না ডিগ্রি ভালো? ডিগ্রি পড়ে কি আদৌ কিছু হওয়া যায়? জি অবশ্যই! ডিগ্রী পড়ে আপনি অনেক ধরনের পেশায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এর জন্য শুধুমাত্র আপনাকে পড়াশোনায় মনোযোগী হতে হবে এবং ভালো সিজিপি অর্জন করতে হবে। ডিগ্রি পড়ে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা কি কি পেশায় অংশগ্রহণ করতে পারবেন অথবা ডিগ্রি পড়ে কি হওয়া যায় তা নিম্নে আলোচনা করা হলো:
ডিগ্রী পড়ে মানবিক বিভাগের স্টুডেন্টরা যে সকল পেশায় অংশগ্রহণ করতে পারবে সেগুলো হলো:
- শিক্ষক
- লেকচারার
- লেখক
- সাহিত্যিক
- সাংবাদিক
- গবেষক
- পাবলিক রিলেশন অফিসার
ডিগ্রী পড়ে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টরা যে সকল পেশায় অংশগ্রহণ করতে পারবে সেগুলো হলো:
- রিসার্জ ইঞ্জিনিয়ার
- ডেটা বিশ্লেষক
- পরিবেশবিদ
- বৈজ্ঞানিক লেখক
- ইঞ্জিনিয়ার
- আইটি প্রফেশনাল
- প্রযুক্তি কনসালটেন্ট
- প্রকল্প ম্যানেজার
ডিগ্রী পড়ে ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্টরা যে সকল পেশায় অংশগ্রহণ করতে পারবে সেগুলো হলো:
- বিজনেসম্যান
- ফিন্যান্সিয়াল এনালাইসিস্ট
- মার্কেটিং ম্যানেজার
- অপারেশন ম্যানেজার
- বিজনেস কনসালটেন্ট
এ সকল পেশা ছাড়াও ডিগ্রী পড়ে আরো যে সকল প্রফেশনে অংশগ্রহণ করা যায় সেগুলো হচ্ছে- ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, মাল্টিমিডিয়া আর্টিস্ট, ইন্টেরিয়র ডিজাইনার ইত্যাদি।
শেষকথা
প্রিয় পাঠক বৃন্দ আমাদের আজকের এই আর্টিকেলটি অনার্স ভালো না ডিগ্রি ভালো এইচএসসি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভবিষ্যতে এইচএসসি পরীক্ষার্থীদের অনার্স ও ডিগ্রির মধ্যে পার্থক্য বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। যারা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই আজকের পোস্টটি এ টু জেড পড়ার চেষ্টা করবেন এবং আপনাদের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী যে কোনো ডিগ্রী ও বিষয় বেছে নেবেন যেটি আপনার ভবিষ্যতে পছন্দের ক্যারিয়ার গড়তে সহায়তা করবে। আমাদের সমাজে অনেক ব্যক্তিরা মনে করে থাকে ডিগ্রির চাইতে অনার্স বেশি ভালো।
তবে যারা দ্রুত বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রি অর্জন করতে চান তাদের জন্য ডিগ্রিতে ভর্তি হওয়া উত্তম। যারা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর গভীর জ্ঞান অর্জন করে ডিগ্রি নিতে চান তাদের জন্য অনার্সে ভর্তি হওয়া বেস্ট ডিসিশন হবে। প্রিয় পাঠক আমরা সব সময় চেষ্টা করি আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের তথ্য বহুল আর্টিকেল প্রকাশ করার যাতে করে আপনারা পর্যাপ্ত জ্ঞান অর্জন করে জীবনে কাজে লাগাতে পারেন। যদি আজকের পোস্টটি অনার্স ভালো না ডিগ্রি ভালো আপনাদের কাছে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url