ডিগ্রি আবেদন করতে কি কি লাগে বিস্তারিত জানুন

ডিগ্রি আবেদন করতে কি কি লাগে জেনে নিন এবং ডিগ্রি প্রোগ্রামে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগে, কি প্রক্রিয়া অনুসরণ করলে ডিগ্রিতে ভর্তি হওয়া সহজ হবে বিস্তারিত তথ্য সম্পর্কে আজকে আলোচনা করব। এই বছর আমাদের দেশে অনেক শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং এমন অনেক শিক্ষার্থী আছে যারা পূর্বে এইচএসসি পাশ করেছে কিন্তু এখনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়নি। তাদের জন্য আমাদের আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। 
ডিগ্রি-আবেদন-করতে-কি-কি-লাগে
প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের পোস্টটি এ টু জেড মনোযোগ সহকারে পড়ার জন্য তোমাদের নিকট অনুরোধ রইল। যারা ডিগ্রিতে ভর্তি হতে চাচ্ছো ডিগ্রি আবেদন করতে কি কি লাগে এই সম্পর্কে তোমাদের জানা খুবই জরুরী। আবেদন প্রক্রিয়া যদি তোমরা সঠিকভাবে অনুসরণ করতে না পারো তাহলে আবেদন বাতিল হয়ে যেতে পারে। এর ফলে তোমরা সময়মতো ডিগ্রিতে ভর্তি হতে পারবে না এবং একাডেমিক লাইফে পড়াশোনায় পিছিয়ে যাবে। 

ডিগ্রির জন্য আবেদন ছাড়াও আরো যে সকল বিষয় সম্পর্কে তোমরা আজকের এই পোষ্টের মাধ্যমে জানতে পারবে সেগুলো হলো- সরকারি কলেজে ডিগ্রি ভর্তি ফি কত, ডিগ্রিতে ভর্তি হতে কি কি কাগজ লাগে, সরকারি কলেজে ডিগ্রি ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগে ইত্যাদি।
পোস্ট সূচিপত্র

ভূমিকা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের ব্লগের মূল বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি আবেদন করতে কি কি লাগে। অনেক শিক্ষার্থীরা নতুন নতুন বুঝে উঠতে পারে না ডিগ্রি আবেদন করতে কি কি লাগে। যার কারণে তারা সঠিক গাইডলাইনের অভাবে আবেদন করতে ভুল করে বসে এবং ডিগ্রিতে ভর্তি হতে অনেকটা দেরি হয়ে যায়। ডিগ্রি আবেদন করতে সর্বপ্রথম তোমাদের যেটি লাগবে সেটি হলো নির্দিষ্ট কিছু ডকুমেন্টস যেটি ছাড়া তোমরা ডিগ্রিতে কখনোই আবেদন করতে পারবে না। এছাড়াও ডিগ্রিতে আবেদন করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কিছু নিয়মকানুন আছে যেগুলো সঠিকভাবে ফলো 

করতে হবে। এতে করে তোমরা ডিগ্রিতে সহজে আবেদন করতে পারবে এবং একজন সম্পন্ন হলে তোমাদের পছন্দমত যে কোন একটি কলেজে সিলেক্টেড হয়ে যাবে। ডিগ্রী আবেদন করতে প্রধানত যে ডকুমেন্টগুলো একদমই লাগে সেগুলো হলো- শিক্ষাগত সনদপত্র, জন্ম সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষার্থীর কোনো ধরনের কো কারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণের সনদ থাকলে সেগুলোর কপি ইত্যাদি।

সরকারি কলেজে ডিগ্রি ভর্তি ফি কত

বাংলাদেশে অনেক সরকারি কলেজ আছে যেগুলোতে ডিগ্রি প্রোগ্রাম পরিচালনা করা হয়। সরকারি কলেজ গুলোতে ভর্তি ফি অনেকটা কম থাকায় অনেক শিক্ষার্থীদের পক্ষে ভর্তি হওয়া খুবই সহজ হয়। কারণ আমাদের দেশে এমন অনেক শিক্ষার্থীরা আছে যাদের বেসরকারি কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা সরকারি কলেজে ভর্তি হয়ে ডিগ্রী কোর্স সম্পন্ন করতে চায়। বাংলাদেশে সর্বমোট ৩৪৭ টি সরকারি কলেজ রয়েছে। এই কলেজ গুলো দেশের বিভিন্ন জেলায় অবস্থিত। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই ধরনের সরকারি কলেজের ডিগ্রি প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
ইতিমধ্যে আমরা জেনেছি ডিগ্রি আবেদন করতে কি কি লাগে। যে সকল শিক্ষার্থীরা জানতে চেয়েছিলে সরকারি কলেজে ডিগ্রি ভর্তি ফি কত তাদের সাথে আমি নিম্নে একটি তালিকা শেয়ার করছি যেটি দেখলে তোমরা বুঝতে পারবে কোন সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হতে কত টাকা লাগে। সরকারি কলেজে ডিগ্রী ভর্তি ফি এর এমাউন্ট:
  • সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ: ৩,০০০ টাকা
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ : ৩,৭০০ টাকা
  • সরকারি কবি নজরুল কলেজ : ৩,৮০০ টাকা
  • সরকারি সাদাত কলেজ : ৩,৫০০ টাকা
  • সরকারি তিতুমীর কলেজ : ৩,৬০০ টাকা
  • সরকারি শামসুর রহমান কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি মহিলা কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি পলিটেকনিক কলেজ : ৩,৩০০ টাকা
  • ঢাকা কলেজ: ৪,০০০ টাকা
  • পাবনা এডওয়ার্ড কলেজ: ৩,৮০০ টাকা
  • চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম: ৩,৫০০ টাকা
  • রাজশাহী কলেজ, রাজশাহী: ৩,৫০০ টাকা
  • সরকারি আজিজুল হক কলেজ: ৩,২০০ টাকা
  • বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ: ৩,০০০ টাকা
  • রংপুর কারমাইকেল কলেজ : ৩,০০০ টাকা
  • সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি নাজিমউদ্দিন কলেজ : ২,৯০০ টাকা
  • সরকারি ইস্পাহানী কলেজ : ৪,২০০ টাকা
  • সরকারি আনন্দমোহন কলেজ : ৩,৪০০ টাকা
  • সরকারি ভিক্টোরিয়া কলেজ : ৩,৬০০ টাকা
  • সরকারি মাইকেল মধুসূদন কলেজ : ৩,৪০০ টাকা
  • সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ : ৩,৫০০ টাকা
  • সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট : ৩,৩০০ টাকা
  • সরকারি সিটি কলেজ: ৩,২০০ টাকা
  • সরকারি ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি পিসি কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি কুমুদিনী কলেজ : ৩,৫০০ টাকা
  • সরকারি বিএল কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি মজিদ জরিনা কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি শিবগঞ্জ ডিগ্রি কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি এ কে ফজলুল হক কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি আড়াইহাজার কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি সোনারগাঁও কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি মেহেরপুর কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি মুন্সীগঞ্জ মহিলা কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি শ্যামলী কৃষি কলেজ : ৩,৪০০ টাকা
  • সরকারি বাবুপুর ডিগ্রি কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি গাংনী ডিগ্রি কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি বংশাল কলেজ : ৩,৪০০ টাকা
  • সরকারি কুমারখালী কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি ইসলামিক আর্টস কলেজ : ৩,৫০০ টাকা
  • সরকারি পঞ্চগড় মহিলা কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি রূপগঞ্জ কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি পলাশ ডিগ্রি কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি তাজউদ্দিন আহমদ কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি বাণিজ্য কলেজ : ৩,৪০০ টাকা
  • সরকারি কপিলমুনি কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি তেতুলিয়া পাইলট ডিগ্রি কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি লোহাগাড়া কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি আলাউদ্দিন হোসেন মহিলা কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি করিমপুর কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি ওসমানী নগর কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি নরসিংদী কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি কলেজ, টাঙ্গাইল: ৩,৬০০ টাকা
  • সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ: ৩,২০০ টাকা
  • সরকারি দেবেন্দ্র কলেজ : ৩,৫০০ টাকা
  • সরকারি শহীদ বুলবুল কলেজ : ৩,২০০ টাকা
  • সরকারি শেখ হাসিনা কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি জানকিপ্রসাদ বালিকা কলেজ : ৩,১০০ টাকা
  • সরকারি ফেনী কলেজ : ৩,০০০ টাকা
  • সরকারি হরগঙ্গা কলেজ : ৩,৩০০ টাকা
  • সরকারি হাজী আব্দুল জলিল কলেজ: ৩,১০০ টাকা
  • সরকারি তমিজ উদ্দিন খান কলেজ: ৩,০০০ টাকা
  • সরকারি শের-ই-বাংলা কলেজ : ৩,৫০০ টাকা
  • সরকারি ময়মনসিংহ মহাবিদ্যালয় : ৩,৫০০ টাকা
যেকোনো সময় প্রতিষ্ঠান তার নিয়ম পরিবর্তন করে ভর্তি ফি বাড়িয়ে দিতে পারে। এই সম্পর্কে আপডেট পেতে যে কলেজে ভর্তি হতে চাও সেই ওয়েবসাইটে ভিজিট করবে এবং সরাসরি কলেজে গিয়ে কথা বলতে পারলে আরো বেশি উত্তম হয়।

ডিগ্রিতে ভর্তি হতে কি কি কাগজ লাগে

ডিগ্রি আবেদন করতে কি কি লাগে এবং ডিগ্রিতে ভর্তি হতে কি কি কাগজ লাগে প্রতিটি শিক্ষার্থীদের এই বিষয়ে যদি পরিপূর্ণ ধারণা না থাকে তাহলে তারা ডিগ্রিতে ভর্তি হতে পারবেনা। যার ফলে তারা সেশনগ্যাপে পড়তে পারে। তাই ডিগ্রিতে ভর্তি হতে কি কি কাগজ মাস্ট লাগবে এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো- 
  • ডিগ্রিতে ভর্তি হতে সর্বপ্রথম যে কাগজটি লাগবে সেটি হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট। ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র, মার্কশিট, সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে যেটি তোমার একাডেমিক যোগ্যতার প্রমাণ হিসেবে বহন করবে। 
  • শিক্ষার্থীর যদি জাতীয় পরিচয় পত্র থাকে তাহলে জাতীয় পরিচয় পত্রের কপি জমা দিতে হবে। যে সকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয় পত্র করা হয়নি বা একদমই নেই তারা জন্ম নিবন্ধনের কপি জমা দিতে পারবে। 
  • যদি কোনো শিক্ষার্থী এক কলেজে থেকে অন্য কোনো কলেজে ভর্তি হতে চায় তাহলে পূর্ববর্তী কলেজের মাইগ্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে যেটি নতুন কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
  • শিক্ষার্থীদের অবশ্যই ভর্তির ফরমে বৈধ পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি ছাড়া ভর্তির ফরম জমা নেয়া হবে না। যদি কোনো শিক্ষার্থী বিশেষ কোটার জন্য উপযুক্ত হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা জন্য আলাদাভাবে তাকে আবেদন করতে হবে। কোটার জন্য বৈধ প্রমাণপত্র দেখাতে হবে। 
  • এইচএসসি ও এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের কপি, রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি গুলোও জমা দিতে হবে যেটি আপনার পরীক্ষায় অংশগ্রহনের সত্যতা যাচাই করবে। 
  • ডিগ্রিতে ভর্তি হওয়ার পূর্বে আপনি যদি অনলাইনে থেকে ভর্তি ফরম সংগ্রহ করে পূরণ করে থাকেন তাহলে অনলাইন ভর্তি ফরমের কপি জমা দিতে হবে। সাথে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাবমিট করতে হবে।

সরকারি কলেজে ডিগ্রি ভর্তি হতে কত পয়েন্ট লাগবে

সরকারি কলেজে ডিগ্রি আবেদন করতে কি কি লাগে এই বিষয়ে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু সরকারি কলেজে ডিগ্রি ভর্তি হতে কত পয়েন্ট লাগে এই বিষয়েও তোমাদের জানা আবশ্যক। সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসি দুটি মিলিয়ে সর্বমোট কত পয়েন্ট লাগবে এই বিষয়ে এইচএসসি শিক্ষার্থীদের যদি পর্যাপ্ত ধারণা থাকে তাহলে তারা তাদের পয়েন্টের উপর ভিত্তি করে পছন্দ মতো কলেজে এপ্লাই করতে পারবে। 
নিম্নে বাংলাদেশের সেরা কয়েকটি সরকারি কলেজের তালিকা দেওয়া হলো এই কলেজ গুলোতে এপ্লাই করতে এসএসসি এইচএসসি মিলে কত পয়েন্ট লাগবে সে সম্পর্কে তোমরা ধারণা পেয়ে যাবে:
  • সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ : ৬.০+
  • সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ: ৬.০+
  • সরকারি এমসি কলেজ : ৬.০+
  • সরকারি বিএল কলেজ : ৬.০+
  • সরকারি আনন্দমোহন কলেজ : ৬.০+
  • সরকারি শিবগঞ্জ ডিগ্রি কলেজ : ৫.৫+
  • সরকারি খাগড়াছড়ি কলেজ : ৫.৫+
  • সরকারি মেহেরপুর কলেজ: ৫.৫+
  • সরকারি পলিটেকনিক কলেজ : ৫.০+
  • সরকারি সাতক্ষীরা কলেজ : ৫.০+
  • সরকারি রাজারবাগ কলেজ: ৫.০+
  • সরকারি আর্চারি কলেজ : ৫.০+
  • সরকারি দৌলতপুর কলেজ : ৫.০+
  • সরকারি তাজউদ্দিন আহমদ কলেজ: ৫.০+
  • সরকারি লোকনাথ কলেজ : ৫.০+
  • সরকারি মির্জাপুর মহিলা কলেজ : ৫.০+
  • সরকারি শাহানেওয়াজ কলেজ : ৫.০+
  • সরকারি হরগঙ্গা কলেজ : ৬.০+
  • সরকারি ফেনী কলেজ : ৬.০+
  • সরকারি বি.এল. কলেজ :৫.৫+
  • সরকারি শহীদ বুলবুল কলেজ :৫.৫+
  • ঢাকা কলেজ : ৭.০+
  • চট্টগ্রাম কলেজ: ৭.০+
  • রাজশাহী কলেজ : ৭.০+
  • সরকারি তিতুমীর কলেজ : ৬.৫+
  • এডওয়ার্ড কলেজ : ৬.৫+
  • বরিশাল ব্রজমোহন কলেজ : ৬.৫+
  • কারমাইকেল কলেজ : ৬.৫+
  • সরকারি আজিজুল হক কলেজ :৬.০+
  • সরকারি কবি নজরুল কলেজ : ৬.০+
  • সরকারি ভিক্টোরিয়া কলেজ : ৬.০+
  • সরকারি মাইকেল মধুসূদন কলেজ :৬.০+
  • সরকারি বাংলা কলেজ :৫.৫+
  • সরকারি আড়াইহাজার কলেজ :৫.৫+
  • সরকারি কুমুদিনী কলেজ : ৫.৫+
  • সরকারি মাদারীপুর কলেজ : ৫.৫+
  • সরকারি নাজিম উদ্দিন কলেজ: ৫.৫+
  • সরকারি শেখ হাসিনা কলেজ :৫.৫+
  • সরকারি কমার্শিয়াল ইনস্টিটিউট:৫.৫+
  • সরকারি মহিলা কলেজ : ৫.৫+
  • সরকারি জুবিলী কলেজ: ৫.৫+
  • সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ: ৫.৫+
  • সরকারি দেবেন্দ্র কলেজ: ৫.৫
  • সরকারি বাবুপুর ডিগ্রি কলেজ :৫.৫+
  • সরকারি পিসি কলেজ:৫.৫+
  • সরকারি গোপালগঞ্জ মহিলা কলেজ:৫.৫+
  • সরকারি কুষ্টিয়া কলেজ: ৫.৫+
  • সরকারি কুমারখালী কলেজ: ৫.৫+
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যেকোনো সময় এই পয়েন্ট আপডেট করার অধিকার রয়েছে। তাই এই সকল সরকারি কলেজ যদি কখনো ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য যে পয়েন্ট দরকার সেটা যদি আপডেট করে থাকে তাহলে তোমরা তাদের ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে।

ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগে

ডিগ্রি আবেদন করতে কি কি লাগে আশা করি তোমাদের এখন এই নিয়ে কোনো ধরনের কনফিউশন নেই। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে ডিগ্রি ভর্তি হতে কত টাকা লাগে। ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে কত টাকা লাগে এটি সাধারণত বিভিন্ন কলেজের নিয়ম নীতির উপর নির্ভর করে। বিভিন্ন কলেজে ডিগ্রি ভর্তি ফি বিভিন্ন রকমের হয়ে থাকে। যার কারণে প্রাইভেট কলেজে ডিগ্রি ভর্তি ফি সরকারি কলেজের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে। প্রাইভেট কলেজে ডিগ্রিতে ভর্তির ফি এর পাশাপাশি অন্যান্য কিছু খরচ যেমন- সেশন ফি, উন্নয়ন ফি, ল্যাব ফি যোগ হয়। 
তাই যারা কম খরচে ডিগ্রিতে ভর্তি হতে চায় তারা সরকারি কলেজে ভর্তির জন্য এপ্লাই করে। সরকারি কলেজে ডিগ্রিতে ভর্তি হতে সাধারনত ৩০০০ থেকে ৪০০০ টাকা প্রয়োজন হয়। কলেজ ভেদে এই ফি অনেক সময় ভিন্ন হতে পারে। বেসরকারি কলেজ হলে ভর্তি ফি এর সাথে শিক্ষাবর্ষের শুরুতে আলাদা করে সেশন ফি জমা দেওয়া লাগতে পারে এটি সাধারণত ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে হতে পারে। এছাড়াও যে সকল শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট থাকে তাদের জন্য আলাদা করে ল্যাব ফি দিতে হয় যেটির মূল্য ৫০০ থেকে ২০০০ টাকা। প্রতি সেমিস্টার বা বছরে পরীক্ষায় অংশগ্রহণ করতে ১৫০০ টাকা দিতে হয়।

শেষকথা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিগ্রি আবেদন করতে কি কি লাগে আজকের এই টপিকটি বিশ্ববিদ্যালয়ে যারা নতুন ভর্তি হবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ডিগ্রিতে ভর্তি হতে চায়। ডিগ্রি প্রোগ্রামের আবেদন প্রসেসটি নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য যে সকল গাইডলাইন প্রয়োজন তা আজকের পোস্টে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ডিগ্রি আবেদন করতে কি কি লাগে এই সম্পর্কে তোমাদের যদি আরো কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে তোমরা সরাসরি কাঙ্ক্ষিত কলেজে গিয়ে যোগাযোগ করতে পারো। 

এতে করে তোমরা নতুন তথ্য পেয়ে যাবে এবং সঠিক প্রস্তুতি নিতে তোমাদের জন্য সুবিধা হবে। তোমাদের পরিবারের কোনো সদস্য বা বন্ধুবান্ধব কেউ যদি এইচএসসি পরীক্ষার্থী থাকে তাদের সাথে আমাদের আজকের পোস্টটি অবশ্যই শেয়ার করে দিবে। এতে করে তারা যদি ডিগ্রী কোর্সে ভর্তির জন্য ইচ্ছুক হয় তাদের জন্য পোস্টটি খুবই উপকারী হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url